জাফলং জায়গাটা আসলেই অনেক সুন্দর। চারিদিকে পাথরে ঘেরা স্বচ্ছ জলের স্রোত। কি অপরূপ সুন্দর মায়া ঘেরা এই ভুবন।
মেঘের রাজ্য সাজেক
মেঘের রাজ্য সাজেক
মেঘের রাজ্য সাজেক ভ্রমন করতে কে না চায়।তাই আমরাও পাড়ি দিলাম মেঘের বাড়ি সাজেক।যদিও অনেক আগ থেকেই স্বপ্ন ছিল সাজেক ভ্রমণ করব সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। তাই বন্ধুরা মিলে ঠিক করি বছরের প্রথম দিকে আমরা সাজেক ভ্রমণ করব।সাজেক না গেলে বুঝতে পারতাম না যে আমাদের দেশেও এমন একটি অপরূপ স্থান রয়েছে। সাজেকে দেখার মত এত কিছু রয়েছে
খৈয়াছড়া ঝর্ণা 2020
খৈয়াছড়া ঝর্ণা 2020
জায়গাটা সত্যিই অসাধারণ। না গেলে বুঝতাম না যে আমাদের বাংলাদেশে এমন একটি সুন্দর অপরূপ জায়গা আছে আমি প্রথমবার 2019 সালে ওই জায়গায় যাই। জায়গাটা প্রেমে পড়ে গেলাম তাই 2020 সালের আগস্ট মাসে আবার সেখানে রওনা হই। উদ্দেশ্য একটাই আগেরবারে সর্বশেষ পর্বতের চূড়ায় পর্যন্ত যেতে পারেনি। এবার এটার লাস্ট দেখে ছাড়বো। তাই স্বপ্নটা পূরণ করলাম।
Subscribe to:
Posts
(
Atom
)